ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

দ্রুত নির্বাচন দেওয়া জরুরি: আমান 

আরটিভি নিউজ

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ , ১০:৩০ এএম


loading/img
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে নির্বাচন দেবে সরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) সকালে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হলো ভোটের অধিকার পাবে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, তাতে জনগণের সরকার কায়েম হবে।

বিজ্ঞাপন

পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন, গুম ও অর্থ পাচার করেছেন।

এ সময় শহীদ আসাদের ছোট ভাই ডা. মোহাম্মদ নুরুজ্জামান বক্তব্য রাখেন। 

তিনি বলেন, পাঠ্যবইয়ে শহীদ আসাদের ইতিহাস যুক্ত করতে হবে। পাশাপাশি তার স্মৃতিফলক ও আসাদ গেটও সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |