নির্বাচনের জন্য সংস্কার, আবার সংস্কার শেষে নির্বাচন দরকার: জোনায়েদ সাকী
সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করা হয়েছে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, নির্বাচনের জন্য সংস্কার দরকার আবার সংস্কার শেষ করে নির্বাচন দরকার।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকী বলেন, সংস্কারের পক্ষ নিয়ে নির্বাচন বিলম্ব যেমন মানুষ নেবে না তেমনি নির্বাচনের কথা বলে সংস্কার আড়াল হওয়াটাও মানুষ গ্রহণ করবে না। আমরা সংস্কারও চাই, আবার নির্বাচনও চাই। এজন্য আমাদেরকে ন্যূনতম ঐকমত্যে দাঁড়াতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে রাজি। কিন্তু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিত্যপণ্যের দাম কমাতে হবে। সিন্ডিকেটের চাঁদাবাজি বন্ধ করে ওএমএসের চাল ভর্তুকি মূল্যে দিতে হবে। দেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনতে হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট শাসন কায়েম হতে না পারে। ফ্যাসিস্টের পলায়নের সঙ্গে সঙ্গে ফ্যাসিস্ট-ব্যবস্থাকে আমরা যাতে বিদায় জানাতে পারি তার জন্য মানুষ রক্ত দিয়েছে। সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সকলের মধ্যে ঐক্য রক্ষা করতে হবে।
জোনায়েদ সাকী বলেন, ভারত বাস্তবতা যত দ্রুত মেনে নেবে, তত দ্রুত সম্পর্ক সহজ হবে। তবে সীমান্তে গুলি আর মেনে নেওয়া হবে না।
আরটিভি/আরএ
মন্তব্য করুন