ঢাকা

নির্বাচন আদায়ে প্রয়োজনের আবারও রাস্তায় নামা হবে: গয়েশ্বর

আরটিভি নিউজ

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ , ০৬:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংস্কারের নামে কুসংস্কার হলে তা ছুড়ে ফেলতে হবে। নির্বাচন আদায়ে প্রয়োজনের আবারও রাস্তায় নামা হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এমন কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, প্রধান উপদেষ্টার পথের শেষ চায় বিএনপি, নির্বাচন দিতে হবে। আন্দোলন চলমান, অপেক্ষায় আছি। তবে আন্দোলন করে যদি নির্বাচন আদায় করতে হয়, তবে দুঃখ পাবো। রাস্তায় নামতে চাই না, তবে নামবো না সে প্রতিশ্রুতিও দিতে চাই না।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় শিক্ষক দিবস ও সম্মেলন এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সারাদেশ থেকে আসা শিক্ষক ও শিক্ষা কর্মচারীরা।

বিএনপির সিনিয়র নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। আর এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |