ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

গণঅধিকার পরিষদের নেতার ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০১:০৯ পিএম


loading/img

গণঅধিকার পরিষদ টুংগিপাড়া পৌরসভার আহ্বায়ক মো. সাকিবের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, গত সোমবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ছোট ভাই সাগর ও পৌর যুবদলের সভাপতি তাইজুলের নেতৃত্বে ৩০/৪০ জন লোক মিলে  শাকিবের ওপর বর্বরোচিত হামলা করে মৃত ভেবে ডাস্টবিনের পাশে ফেলে দেয়। সাকিবের ওপর স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীর বর্বরোচিত হামলা আওয়ামী ফ্যাসিবাদের লক্ষণ। আওয়ামী লীগ যেভাবে অন্যায়ভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা করে ঠিক সেইভাবেই স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা  হামলা চালিয়েছে। 

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন,  ১৬ বছর আওয়ামী জুলুমের শিকার বিএনপির নেতাকর্মীদের দ্বারা এমন জালেমি আচরণ অপ্রত্যাশিত। ভুলে যাবেন না আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াই থেকেই গণঅধিকার পরিষদের জন্ম, প্রয়োজনে নব্য জালিমদের বিরুদ্ধেও আবার নতুন লড়াই শুরু হবে।

এর আগেও পটুয়াখালী, বাকেরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ বিএনপির নেতাকর্মীদের দ্বারা কয়েকটি জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনে বিচারের দাবি জানান।

বিজ্ঞাপন

আরটিভি/ ডিসিএনই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |