ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কুয়েটের ঘটনায় বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল

আরটিভি নিউজ 

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৪৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বুধবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট’ এ উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জরুরি সংবাদ সম্মেলন করবে।

এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।

এর আগে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ৩ সদস্যের কমিটি গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় সংসদকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক আহত হন। 

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |