ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মানিক মিয়া অ্যাভিনিউতে নিরাপত্তা জোরদার

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ উপলক্ষে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনুষ্ঠানস্থলে আগতদের মেটাল ডিটেকটর ও আর্চওয়ে দিয়ে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আর যাদের সঙ্গে ব্যাগ রয়েছে তাদের ব্যাগ খুলে পরীক্ষা করা হচ্ছে। 

বিজ্ঞাপন

আয়োজকদের নিজস্ব তল্লাশি ব্যবস্থা ছাড়াও অনুষ্ঠানস্থলে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্য এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি রয়েছে। 

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, গতকাল মঞ্চ প্রস্তুতের সময় থেকেই আমাদের এক প্লাটুন ফোর্স মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক আয়োজকদের সঙ্গে সমন্বয় করে তারা যেভাবে চাচ্ছে সেভাবেই নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, আজ আয়োজনস্থলে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পোশাকধারী ও অস্ত্রধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমাদের ট্রাফিক পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

জুয়েল রানা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাওয়া এই নতুন দলের আয়োজন নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

0228163141

এদিকে ‘জাতীয় নাগরিক পার্টি’  নামের নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আসতে শুরু করেছেন ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকাল থেকে দলে দলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানিক মিয়া এভিনিউতে আসছেন। আগতদের মধ্যে রাজধানী ছাড়াও বিভিন্ন জেলার মানুষ রয়েছেন।

জানা গেছে, আত্মপ্রকাশ করতে যাওয়া এ দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে, নতুন এ দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম।  

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |