ঢাকা

১২ দলীয় জোটে ভাঙন, বেরিয়ে গেল জাফরের জাতীয় পার্টি

আরটিভি নিউজ 

শনিবার, ০১ মার্চ ২০২৫ , ০৭:৪০ পিএম


১২ দলীয় জোটে ফাটল, বেরিয়ে গেলো জাফরের জাতীয় পার্টি
ফাইল ছবি

ভাঙন দেখা দিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটে। জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে জোটের প্রধান শরিক জাতীয় পার্টি (জাফর)।

বিজ্ঞাপন

শনিবার (১ ফেব্রুয়ারি) খিলগাঁওয়ে দলটির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। অবশ্য, ১২ দলীয় জোট থেকে বের হয়ে গেলেও বিএনপির নেতৃত্বে আগামী দিনে সব আন্দোলন-সংগ্রামে অংশীজন হিসেবে রাজপথে থাকার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে দলটি।

জাতীয় পার্টির (জাফর) মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, দীর্ঘদিন ধরে ১২ দলীয় জোটের কয়েকজন নাম-সর্বস্ব নেতার কার্যকলাপ নিয়ে জাতীয় পার্টি (জাফর) নেতাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছিল। এর প্রেক্ষিতে শনিবার (১ মার্চ) জাতীয় পার্টির নির্বাহী কমিটির জরুরি সভা ডাকা হয়। এতে সিদ্ধান্ত হয়, ১২ দলীয় জোট থেকে জাতীয় পার্টি (জাফর) বেরিয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। একইসঙ্গে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার জন্য মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর) রাজপথে লড়াই অব্যাহত রাখবে। আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে ১২ দলীয় জোটের সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।

বিজ্ঞাপন

দলটির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে শনিবারের সভায় মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন, পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নোয়াব আলী আব্বাস খান, সাবেক এমপি হোসনে আরা আহসান, সেলিম মাস্টার, মোস্তফা হায়দার জুবায়ের, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট শফিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, কাজী মো. নজরুল, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারী, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, যুব সংহতির আহ্বায়ক রইস উদ্দিন, সদস্য সচিব নিজাম উদ্দিন সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএইচএম-টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |