সবার আগে সংস্কার প্রয়োজন পুলিশে: মান্না

আরটিভি নিউজ 

শনিবার, ০১ মার্চ ২০২৫ , ১০:২৪ পিএম


সবার আগে সংস্কার প্রয়োজন পুলিশে: মান্না
ছবি: সংগৃহীত

সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চাইলে সবার আগে পুলিশ বিভাগকেই সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম) আয়োজিত আলোচনাসভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।

দেশে এখনো মামলা ও ঘুষ-বাণিজ্য চলমান আছে উল্লেখ করে মান্না বলেন, একটা মামলা হলে একটা পরিবারের কত কষ্ট হয়, যারা ভুক্তভোগী তারা জানে। আর যদি গ্রেপ্তার না করেও প্রতিপক্ষ এসে ফোন করে বলে, ‘মামলা থেকে নাম কাটাতে হবে, এত টাকা দিতে হবে’। এই ঘুষ বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য সবই চলছে। অথচ সরকার বলছে, দেশ উন্নতি করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা ভালো হলে কেন একদিনে তিনটা বড় অপরাধের খবর পত্রিকার প্রথম পাতায় আসে।

বিজ্ঞাপন

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এত বড় আন্দোলন ও কিশোরদের আত্মত্যাগের পর যাদের পরিবর্তন হওয়ার কথা, তা হয়নি। পুলিশ তো মামলা পর্যন্ত নেয় না। একুশে ফেব্রুয়ারির রাতে শহীদ মিনার থেকে ফেরার পথে প্রতিপক্ষ আমার কর্মীকে ছুরি মেরেছে কিন্তু পুলিশ মামলা নেয়নি। অথচ দুই দিন পর প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগে আমার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এমন আপন ছোট ভাইয়ের নামেও মামলা নিয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।

আরটিভি/এসএইচএম-টি

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission