ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বিএনপিপন্থি দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ , ০২:২২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (AEB) ও এগ্রিকালচারিষ্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAB) নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলপন্থি (বিএনপি) দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ এর নেতৃত্বাধীন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (AEB) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (AEB) এর কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

6

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আহবায়ক রাশেদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বাধীন এগ্রিকালচারিষ্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAB) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই এগ্রিকালচারিষ্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAB) এর কমিটি ঘোষণা করা হবে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |