ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

গণতান্ত্রিক ছাত্রসংসদের কেউ চাঁদাবাজি করলে সাংগঠনিক ব্যবস্থা

আরটিভি নিউজ 

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ০৪:৫০ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যেকোনো পর্যায়ের নেতাকর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অস্বচ্ছতা এবং নীতিবহির্ভূত কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংগঠন থেকে।

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) দুপুর আড়াইটায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের চিন্তা-চেতনায় এক নতুন বাংলাদেশের রূপকল্প এসে হাজির হয়েছে। আমরা এক নয়া রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই, যেখানে রাজনীতি হবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত এবং গণমানুষের সেবায় নিয়োজিত। কিন্তু দেখা যাচ্ছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও কিছু বিপথগামী ব্যক্তি রাজনীতির পুরাতন বন্দোবস্ত তথা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস থেকে বের হতে পারছে না।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা যেমন অন্যান্য রাজনৈতিক শক্তিকে সাবধান করে দিতে চাই, তেমনই গণতান্ত্রিক ছাত্রসংসদের বর্তমান নেতা, সংগঠক ও সদস্যদেরও স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা আমাদের কমিউনিটিতে কোনও দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের জায়গা দেবো না। যারা এ ধরনের অপকর্ম, নৈতিক স্খলনের সঙ্গে যুক্ত থাকবে তাদের সাংগঠনিকভাবে স্থায়ী বহিষ্কার করার পাশাপাশি আইনের আওতায় আনতে রাষ্ট্র ও সরকারকে সর্বোচ্চ সহায়তা করবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

বিজ্ঞপ্তিতে দেশের সার্বিক পরিস্থিতিকে সুদৃঢ় করতে ক্রিয়াশীল অন্যান্য সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোকেও চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের আহ্বান জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |