ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চার বছর পর নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জাগপা

আরটিভি নিউজ 

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ০৩:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচন কমিশনকে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশও দেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৪ বছর ২ মাস পরে নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে দলটি। 

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোহাম্মদ উল্লাহ এবং বিচারপতি ফয়েজ আহমেদের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

১৯৮০ সালের ০৬ এপ্রিল শফিউল আলম প্রধানের নেতৃত্বে যাত্রা শুরু করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী ২০০৮ সালের ২০ নভেম্বর নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে দলটি। এরপর একযুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জাগপার নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। 

বিজ্ঞাপন

নিবন্ধন ফিরে পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি। দেশ ও জনগণের প্রয়োজনে জাগপার সংগ্রাম চলবে। 

জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি কাগজে-কলমে যে কারণই দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপার রাজনীতি, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী অবস্থান। তাই ভারতের সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় জাগপার নিবন্ধন বাতিল করা হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ভারতীয় আগ্রাসনমুক্ত বাংলাদেশে সত্যের জয় হয়েছে। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের এবং লড়াকু সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং জাগপা তার রাজনৈতিক অধিকার নিবন্ধন ফিরে পেয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |