সংস্কারের ১১৩ সুপারিশে একমত এনসিপি

আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৪:০২ পিএম


সংস্কারের ১১৩ সুপারিশে একমত এনসিপি
ফাইল ছবি

রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত পোষণ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। আর সংবিধান-সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার নিয়ে নিজেদের লিখিত মতামত জমা দেয় এনসিপি। পরে দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় দলটির সংস্কার সমন্বয় কমিটির সদস্য মুনিরা শারমিন, জাবেদ রাশিম, আরমান হোসাইন ও সালেউদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।

সারোয়ার তুষার সাংবাদিকদের জানান, সংস্কার কমিশনগুলোর ১১৩টি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে এনসিপি। এ ছাড়া ২৯টি প্রস্তাবের বিষয়ে আংশিকভাবে একমত হয়েছেন তারা। স্প্রেডশিটে মতামত জানানোর পাশাপাশি কিছু ক্ষেত্রে মন্তব্য করেছেন তারা। কেন একমত হননি, সেটাও সেখানে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই কক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে একমত পোষণ করেছে দলটি। তবে তারা বলেছে, নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থী কারা, তা দলগুলোকে ঘোষণা করতে হবে। কারণ, নির্বাচনে একজন ভোটারের জানার অধিকার আছে, উচ্চকক্ষে কারা যাচ্ছেন।

আরও পড়ুন

এনসিপির মতে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন। তবে, তা বাধ্যতামূলক না করার প্রস্তাব দিয়েছে তারা।

এছাড়াও দলটি বলেছে, অন্তর্বর্তী সরকার হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। তাদের মেয়াদ ৭০ থেকে ৭৫ দিন হতে পারে। একটা পর্যায়ে গিয়ে এই সরকারের প্রয়োজন হবে না। সংবিধানে যে সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, সেই কাউন্সিল এই দায়িত্ব নিতে পারে।

আরটিভি/এসএইচএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission