ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদল ও ড্যাবের মিলনমেলা অনুষ্ঠিত

আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ১০:২০ পিএম


loading/img
ছাত্রদল ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার প্রাক্তন ও বর্তমান সদস্যদের মিলনমেলা

রাজধানীর হোটেল লেকশোরে জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার প্রাক্তন ও বর্তমান সদস্যদের মিলনমেলা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) বিকাল ৫টায় এই মিলনমেলা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে জাতীয়ভাবে স্বীকৃত প্রায় ২০০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন যারা তাদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেছেন। সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং পারস্পরিক সম্পর্ক, অভিজ্ঞতা ও ভ্রাতৃত্ববোধ ভাগ করেছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। পাশাপাশি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ভবিষ্যৎ করণীয় ও চিকিৎসকদের অধিকার সংরক্ষণে প্রাক্তন ও বর্তমান সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডা. ফরহাদ হালিম ডোনার, চিফ অ্যাডভাইজর, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। তিনি চিকিৎসকদের ঐক্য, নেতৃত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ছাত্রদলের ভূমিকা ও ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন।

আয়োজকরা জানান, এই পুনর্মিলনী শুধুমাত্র সৌহার্দ্য বৃদ্ধির জন্য নয় বরং এটি চিকিৎসকদের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |