ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এবি পার্টি

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ১২:৪৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আজ দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (প্রচার) আনোয়ার সাদাত টুটুলের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গতকাল (২৩ মার্চ) রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের গ্রেপ্তারের খবর নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। 

বিজ্ঞাপন

বার্তায় আরও বলা হয়, এ বিষয়ে জরুরি ভিত্তিতে পর্যালোচনা তুলে ধরার জন‍্য আজ দুপুর ২টায় বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে (লেভেল ৪, সায়হাম স্কাইভিউ টাওয়ার, ৪৫ বিজয় নগর) জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এর আগে, রোববার (২৩ মার্চ) মধ্যরাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, ফুয়াদের গ্রেপ্তারের খবরটি সঠিক নয়।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |