ঢাকাবৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে মধ্যরাতে ঢাকায় বিক্ষোভ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ০২:০৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ করেছে সংগঠনটি। 

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) দিবাগত মধ্যরাতে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে গিয়ে শেষ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের সংশ্লিষ্ট রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে এনসিপির নেতারা বলেন, আবদুল হান্নান মাসুদ জুলাই বিপ্লবের মহানায়ক। তার ওপর হামলা সহ্য করবে না জাতি।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, এনপিপি নেতা মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

এর আগে, সন্ধ্যায় হাতিয়ায় এনসিপির নেতা আবদুল হান্নান মাসুদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন হান্নান মাসুদ।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |