তিন লাখের ভোটারকে ভয়েস ম্যাসেজ ও খুদে ম্যাসেজ দিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (২৬ মার্চ) থেকে তার জন্মভূমি বাউফলের ভোটারদের মোবাইল ফোনে তিনি ম্যাসেজ দেন। স্বয়ংক্রিয় ভাবে মেসেজ ও খুদে ম্যাসেজগুলো সংশ্লিষ্ট নম্বরে সেন্ড হচ্ছে।
ভয়েস ম্যাসেজ ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রিয় বাউফলবাসী, আসসালামু আলাইকুম। আমি ড. শফিকুল ইসলাম মাসুদ। আপনাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক।
ড. শফিকুল ইসলাম মাসুদের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত আসাদুজ্জামান সোহাগ বলেন, ড. শফিকুল ইসলাম তার এলাকার মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসেন বলেই আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে ভয়েস ম্যাসেজ দিয়েছেন। তিনি আপাদমস্তক নিজেকে একজন মানুষের সেবক হিসাবে মনে করেন। কোন মানুষের দুঃখ কষ্টের কথা শুনলে তার মন কাঁদে। বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে তিনি সাধ্যমত তাদের সহযোগিতা করার চেষ্টা করেন।
ড. শফিকুল ইসলামের ভয়েস ম্যাসেজ পেয়েছেন বেশ কয়েকজন জানান, তাদের মোবাইলে কল আসার পর রিসিভ করে শুনতে পান তার বক্তব্য।
আরটিভি/এএইচ