ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

লাঠির রাজনীতি বন্ধের আহ্বান এনসিপির

আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ১১:৩০ এএম


loading/img
বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, মারামারি হানাহানি রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে দলমত নির্বিশেষে একসঙ্গে বসে চা খাওয়া। আমি সবার উদ্দেশে বলছি আপনার সন্তানদের হাতে লাঠি নিতে নিষেধ করবেন। যার জন্য হাতে লাঠি তুলে নিচ্ছে কালকে কিন্তু সে তা মনে রাখবে না। বাবা-মায়ের কথায় আরেকজনের মাথায় লাঠি দিয়ে দিয়ে কী লাভ। এই লাঠির রাজনীতি বন্ধ হোক। হাতিয়ার মানুষ শান্তি পাক। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) রাতে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙা বাজারে এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেন, হাতিয়াতে যেমন রাস্তাঘাট হবে, ব্রিজ-কালভার্ট হবে, ফেরী হবে, হাসপাতাল হবে, নদীভাঙন রোধ হবে। এর চাইতে বড় বিষয় হচ্ছে হাতিয়ার মানুষের মনের শান্তি। শান্তি হানাহানি-মারামারি দিয়ে সম্ভব নয়। এই জন্য কারো জন্য কেউ যেন লাঠি হাতে না নেয়। সবাই নিজ নিজ জায়গা থেকে সামাজিক বন্ধন দৃঢ় করুন। মানুষকে বোঝান মারামারি হানাহানি রাজনীতি না। 

বিজ্ঞাপন

হান্নান মাসউদ আরও বলেন, যেদিন একটি এলাকার মেম্বাররা এক টেবিলে বসে চা খাবে, একসঙ্গে আড্ডা দেবে তারপর দুইজন দুইজনের নামে স্লোগান দিতে পারবে সেদিন মনে করবো আমার হাতিয়া আসলেই উন্নত হয়েছে। তার আগ পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলবে। আমি এ লড়াই চালিয়ে যাব। 

পথসভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য মো. ইউসুফ রেজা, তৌহিদুর রহমান, মো. ইসমাইল এবং হামিদুর রহমানসহ অনেকে।

আরটিভি/এএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |