দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনীতিবিদদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন।
আজ (২৯মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে তারিকুল ইসলাম সুমন বলেন, দেশে পরিচ্ছন্ন রাজনীতির অভাব উপলব্ধি হচ্ছে, রাজনীতিতে রাজনীতিবিদদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে, নিজেদের স্বার্থ ত্যাগ করে রাজনীতিবিদদের জনগণের কল্যাণে কাজ করতে হবে।
তারিকুল ইসলাম সুমন আরও বলেন রাজনীতিবিদদের প্রধান কাজ হচ্ছে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার লক্ষ্যে কাজ করা, সকল শ্রেণি-পেশার মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে কাজ করা, প্রত্যেকটি রাজনৈতিক দলকে দুস্থ ও অসহায় মানুষদের পাশে থাকার আহ্বানন জানান তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাপ্পি, ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য মোঃ আলাউদ্দিন, মোশারফ হোসাইন, শান্ত, ইকবাল হোসাইন প্রমুখ।