ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বিএনপির নেতা–কর্মীরা ‘দেখে নেয়ার’ হুমকি দিচ্ছেন, অভিযোগ এনসিপির

আরটিভি নিউজ

বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১১:৫৯ পিএম


loading/img
এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে ও অস্থির হয়ে উঠছে।

বিজ্ঞাপন

বুধবার (২ এপ্রিল) এক বিবৃতিতে এ অভিযোগ করেছে দলটি। দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের বিবৃতিতে সই করেন।

বিবৃতিতে বলা হয়, গত ৩০ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা। এতে তার হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয় পর্যায়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত আন্তঃসংঘর্ষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা হয়ে আসছে।

আরও কিছু ঘটনা তুলে ধরতে গিয়ে বিবৃতিতে এনসিপি জানায়, ২৪ মার্চ নোয়াখালীর হাতিয়ায় পথসভা ও জনসংযোগের সময়ে স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মী এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ওপর হামলা চালায়। এ ছাড়া বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা এনসিপির কর্মী-সংগঠকদের নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছেন।

যদিও দলটি স্বীকার করে বিএনপির কেন্দ্রীয় নেতারা হামলার বিরুদ্ধে কথা বলছেন এবং অভিযুক্ত নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। তবে এ ধরনের হিংস্র কার্যকলাপ থেমে নেই জানায় বিবৃতিতে।

বিজ্ঞাপন

এসময় এনসিপির নেতারা সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিএনপির প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, সাত-আট মাস পর স্থানীয় বিএনপির হাতে ঠিক কোন ধরনের বাস্তবতা তৈরি হবে, যার কারণে তারা দেখে নিতে পারবেন তা এনসিপির বোধগম্য নয়।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |