ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কাউকে নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১১:৪৯ পিএম


loading/img
বক্তব্য রাখছেন আবুল খায়ের ভূঁইয়া

কাউকে নিষিদ্ধ, কাউকে প্রসিদ্ধ করা বিএনপির দায়িত্ব নায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, সেটা হলো রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের দায়িত্ব। এ ধরনের দায়-দায়িত্ব আমরা নেব না। নির্বাচনই আমাদের দাবি, এর বাইরে কোনো দাবি আমরা উত্থাপিত করি নাই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

খায়ের ভূঁইয়া বলেন, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়া প্রয়োজন। এটা আমাদের দায়িত্ব। আমাদের কর্তব্য হলো নির্বাচন।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ আহম্মদ, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানি, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মজিদ চৌধুরী, সদস্য সচিব সফিকুল আলম আলমাস, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ অনেকে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |