ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

দুদক কার্যালয়ে হাসনাত-সারজিস

আরটিভি নিউজ 

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০৭:১০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) দুপুরের দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন তারা। এ সময় তারা লিখিত কিছু অভিযোগ জমা দেন দুদক চেয়ারম্যানের কাছে।

পরে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি। অভিযোগের বিষয়বস্তু এড়িয়ে তিনি বলেন, ভেরি কনফিডেনশিয়াল। এখন কনফিডেনশিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনশিয়াল থাকল না। তা ছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।

বিজ্ঞাপন

এনসিপির অপর মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এই সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল। আমরা সেগুলো লিখিতভাবে জানিয়েছি। সেজন্যই আমরা এখানে এসেছি। এর বেশি কিছু বলছি না এখন।

তিনিও কনফিডেনশিয়াল বিষয়গুলো এড়ানোর চেষ্টা করেছেন।

আরটিভি/এএইচ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |