ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ক্ষমতায় থাকুক বা না থাকুক মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৫:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে বিএনপি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়েও সম্প্রতি জুলহাস মোল্লা ‘আলট্রা লাইট-আরসি’ মডেলের একটি বিমান তৈরি করে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। এ কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গত ৫ মার্চ জুলহাস মোল্লাকে আর্থিক সহায়তা পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ আবারও জুলহাসের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। 

এ সময় দেশের মেধাবী শিক্ষার্থীদের ‘জাতীয় সম্পদ’ উল্লেখ করে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |