নিজেদের তৈরি গণতন্ত্রের নামে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অশান্তির আগুন জ্বালিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শৈলকূপা উপজেলা শাখার আয়োজনে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রচলিত গণতন্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি। এই নীতি-আদর্শের মধ্যে যদি শান্তি আসতো, তাহলে সারাবিশ্বে শান্তি দেখা যেতো।
তিনি বলেন, গণতন্ত্রের নামে সবচেয়ে বেশি অশান্তির আগুনে জ্বালিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনসহ সারাবিশ্বে যে অশান্তির আগুন জ্বলছে তার মূলহোতা যুক্তরাষ্ট্র।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, শান্তির জন্য রাষ্ট্র, সমাজসহ সর্বত্র ইসলামী নীতি-আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামি শাসনব্যবস্থা ছাড়া মানবতার প্রকৃত মুক্তি মিলবে না।
জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল, জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিমসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এসএইচএম/এআর