ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কুয়েটে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০১:৩৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। 

এতে বলা হয়, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আমরা সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিষয়টি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটকে সহানুভূতির সাথে পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছে।

বিজ্ঞাপন

একইসঙ্গে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছে। দীর্ঘ ১৫ বছর ধরে ছাত্রলীগ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রমাগত মব কালচার তৈরি করে যে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছিল, সেই পথ পরিহার করে সবাইকে সুস্থ মত প্রকাশের সুযোগ করে দেয়া, সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কাঠামোর উন্নয়ন, গণতান্ত্রিক চর্চার অধিকার, পারস্পরিক সহাবস্থান, মানসম্মত আবাসন ও খাবারের ব্যবস্থাসহ শিক্ষাব্যবস্থার প্রত্যাশিত সংস্কারের আহ্বান জানাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কুয়েট প্রশাসনের প্রতি এই আহ্বান জানিয়েছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |