ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

তারেক রহমানের সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন ইশরাক 

আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৫:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ছবি শেয়ার করেন।

ক্যাপশনে ইশরাক হোসেন লিখেছেন, লিডার, মোটিভেটর, মেন্টর। 

বিজ্ঞাপন

তিন শব্দের এই ক্যাপশনের মাধ্যমে ইশরাক তারেক রহমানের প্রতি নিজের শ্রদ্ধা, অনুপ্রেরণা ও ঘনিষ্ঠতার অনুভব প্রকাশ করেছেন বলে মন্তব্য করছেন নেটিজেনরা।

এদিকে ছবিটি প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী ও অনুসারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নেতৃবৃন্দের এই আন্তরিক মুহূর্ত অনেককে অনুপ্রাণিত করেছে এবং দলের অভ্যন্তরে ইতিবাচক বার্তা ছড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |