ফ্যাসিস্টকে জায়গা দিয়ে ভারত নিজেদেরকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনার আদর্শ হচ্ছে ভারত এবং তার ঠিকানাও ভারত।
শনিবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আমরা এরশাদকেও পরাজিত করেছিলাম। কিন্তু সে ভারতে যায়নি, জেলখানায় গিয়েছিল। শেখ হাসিনার জীবন বাঁচানোর জন্য ভারতে পালিয়েছে। আসলে তার আসল ঠিকানাই হচ্ছে ভারত।
তিনি বলেন, ভারত বলছে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা জায়গা দিয়েছে। মূলত রক্ষা নয়, শেখ হাসিনার আদর্শ হচ্ছে ভারত এবং তার ঠিকানাও ভারত। সেজন্য সে ভারতে গেছে।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনাকে জায়গা দিয়ে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করতে পারে না। ভারত একজন ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেদেরকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে।
শামসুজ্জামান দুদু বলেন, ভারত শুধু মুসলমানদেরকে হত্যা করছে তাই নয়, তারা নিম্নবর্গের হিন্দু এবং নানান জাতি-উপজাতির ওপরে আক্রমণ করছে। ভারতের বিভিন্ন প্রদেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।
আরটিভি/আরএ