কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ এপ্রিল) ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য জানান।
গ্রেপ্তার নুরে আলমের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে। তিনি রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রবিউল হোসেন ভূঁইয়া বলেন, রাজধানীর মোহাম্মদপুরে সোমবার রাত সাড়ে ১১টার নিজ বাসা থেকে নুরে আলমকে গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানার সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
নুরে আলমকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরটিভি/আরএ/এস