ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতা হাজি জহিরের বাবার মৃত্যু, আমিনুল হকের শোক

আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ০৯:৩৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির তুরাগ থানার যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম জহিরের বাবা আক্কাস আলী মেম্বার বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

 
বুধবার (২১ এপ্রিল) বাদজোহর ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানার কামাড়পাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজায় বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন। জানাজা শেষে তুরাগ থানার ৫৪নং ওয়ার্ডে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

জানাজার পূর্বে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্যে  হাজি জহিরে বাবার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আরটিভি/টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |