আমাদের থামাতে পারবেন না: হাসনাত

আরটিভি নিউজ

শনিবার, ১০ মে ২০২৫ , ১২:৪৬ পিএম


আমাদের থামাতে পারবেন না: হাসনাত
হাসনাত আবদুল্লাহ (ফাইল ছবি)

ষড়যন্ত্র করে কেউ আমাদের থামাতে পারবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বিজ্ঞাপন

শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।    

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, আপনি আমাদের যেকোনো বাইনারিতে ফেলে ভাগ করতে পারেন। এসব ভাগ করে, ষড়যন্ত্র করে, ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।

বিজ্ঞাপন

Capture3

এর কিছু সময় আগে, আরেক স্ট্যাটাসে কর্মসূচির বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক লিখেছেন, তিন দফা দাবিতে বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত। সারাদেশের জুলাই স্পটে ছাত্র-জনতার গণঅবস্থান।

তিনি আরও লিখেছেন, ছাত্র-জনতার তিন দফা দাবি। প্রথমত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং তৃতীয়ত জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

বিজ্ঞাপন

Capture4

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। পরে শুক্রবার (৯ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন। তার পরপরই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করার পাশাপাশি সারা রাত সেখানে অবস্থান করেন।

পরে রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের আহ্বান জানান এবং অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission