ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৫:১৭ পিএম


loading/img
এনসিপির যুব উইংয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

‘জাতীয় যুবশক্তি’ নামে যুবসংগঠনের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৬ মে) রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে বিকেল ৩টায় এক কর্মসূচির মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির যুব উইংয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৪০ শতাংশ। দেশের অগ্রগতির চাকা ঘোরাতে হলে এই শক্তিকে কাজে লাগাতে হবে। জাতীয় যুবশক্তি তরুণদের সংগঠিত করে নতুন বাংলাদেশের পথে অগ্রসর হবে।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে গণতান্ত্রিক ছাত্রশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তেমনি, জাতীয় যুবশক্তি দেশ পুনর্গঠনের মাইলফলক হিসেবে কাজ করবে। তরুণদের অর্থনৈতিক ও নীতিনির্ধারণী ফোরামে প্রবেশাধিকার নেই, যা তাদের মধ্যে হতাশা তৈরি করেছে—জাতীয় যুবশক্তি এই বড় জনগোষ্ঠীকে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয়ভাবে যুক্ত করতে চায়।

কমিটি গঠনে সর্বস্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে জানিয়ে নাসীরুদ্দীন বলেন, নারী, সংখ্যালঘু সম্প্রদায়, বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বেসরকারি খাতে নিয়োজিত তরুণদের সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। এনসিপির অন্যান্য অঙ্গসংগঠনের মধ্যে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব থাকবে যুবসংগঠনে।

লেজুড়বৃত্তির রাজনীতিকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, জাতীয় যুবশক্তি ও জাতীয় শ্রমিক শক্তি এনসিপির সরাসরি অঙ্গসংগঠন হিসেবে স্বাধীনভাবে কাজ করবে, কোনো লাঠিয়াল বাহিনী নয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |