বিগত সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন ছাত্রলীগ ও যুবলীগ এদেশে দাঁড়ি-টুপিধারীদের কুকুরের মতো পিটিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউতে ‘জাতীয় যুবশক্তি’ নামের এনসিপির যুব সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, গত সাড়ে ১৫ বছরে দাঁড়ি-টুপিধারীদের কুকুরের মতো পিটিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। টাখনুর ওপরে কাপড় পরলে তাদের নানা ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে। এমনকি বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের দাঁড়ি ধরে টান দেওয়া হয়েছে। আমরা আর সেই পরিস্থিতি দেখতে চাই না। আমরা আলেমদের মর্যাদা দিতে চাই, নারীদেরও সম্মান ও অধিকার নিশ্চিত করতে চাই।
তিনি বলেন, আজকের যুবশক্তির কমিটি একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে। কারণ আওয়ামী লীগ নামক ফ্যাসিবাদকে প্রতিহত করে তাদের কার্যালয়ের সামনে আমরা অনুষ্ঠান করতে পেরেছি। এ কমিটি হবে আগামী রাজনীতির মাইলফলক।
এনসিপির এ নেতা বলেন, আমরা গত ৩ মাস জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের মধ্যদিয়ে ৬৪ জেলায় যোগাযোগ করেছিলাম। কীভাবে ফ্যাসিবাদী কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে, নতুন একটি সিস্টেমের মাধ্যমে, নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশে যুবকদের জন্য কাজ করা যায়। সেজন্য সেই প্রক্রিয়া শুরু করি। আমরা ৬৪ জেলায় ভ্রমণ করেছিলাম। সেখানে মানুষের সঙ্গে কথা বলেছিলাম। সমাজের বিভিন্ন স্টেকহোল্ডাদের সঙ্গে কথা বলেছি।
তিনি আরও বলেন, আজকে জাতীয় যুবশক্তিতে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদের সঙ্গে নিজস্বভাবে কথা বলেছি। তাদের প্রতিশ্রুতি নিয়েছি। তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, বাংলাদেশের যতদিন অস্তিত্ব রয়েছে ততদিন পর্যন্ত যুবশক্তি কাজ করে যাবে।
এরপর নাসিরুদ্দীন পাটওয়ারী জাতীয় যুবশক্তির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন।
আরটিভি/এসএইচএম/এআর