ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

বিএনপি মহাসচিবের দেশে ফেরা নিয়ে যা জানা গেল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ০৫:৫৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১ জুন ঢাকায় ফেরার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার দেশে ফেরার বিষয়টি চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন

চোখের চিকিৎসা করাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে গত ১৩ মে সস্ত্রীক ঢাকা ছাড়েন মির্জা ফখরুল। এখনও তিনি সেখানে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।

বিজ্ঞাপন

শায়রুল কবির খান বলেন, বিএনপির মহাসচিব শুক্রবার (৬ জুন) তার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে তার দেশে ফেরার সময়সূচি।

চিকিৎসকের পরামর্শের জন্য অপেক্ষা করছেন জানিয়ে তিনি বলেন, চিকিৎসক যদি প্লেনে ভ্রমণে অনুমতি দেন তাহলে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির মহাসচিবের। সে অনুযায়ী রাত ১টার পর তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |