ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব, ঈদের শুভেচ্ছা বার্তায় এনসিপি

আরটিভি নিউজ 

শনিবার, ০৭ জুন ২০২৫ , ০৪:২২ পিএম


loading/img
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। বার্তায় দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব। 

বিজ্ঞাপন

শনিবার (৭ জুন) গণমাধ্যমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমরা শুধু পশুই কোরবানি করি না; বরং নিজের অহংকার, স্বার্থপরতা এবং অন্যায়ের সঙ্গে আপসের মনোভাবকেও ত্যাগ করার শপথ নিই। সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি-চাঁদাবাজি বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই হোক আজকের দিনের প্রত্যাশা। 

বিজ্ঞাপন

এতে বলা হয়, জুলাই অভ্যুত্থানে এই জনপদের মানুষের ত্যাগের সর্বোচ্চ রূপে ফুটে উঠেছিল। সাহসী ও ত্যাগী মানুষেরা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন—নিজেরা দায়িত্ব নিয়ে কর্তা হয়ে না উঠলে পরিবর্তন আসে না, আর আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব।

এনসিপির শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়েছে, আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল শহীদদের, যাদের রক্তে এই জাতি নতুন আশার আলো দেখেছিল। আজ ঈদের এই পবিত্রতায় আমরা শহীদদের সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণা প্রণয়ন ও কার্যকর করতে হবে। ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ। 

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |