৬ দিনে কত টাকা পেয়েছে এনসিপি?

আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ০২:০৯ পিএম


৬ দিনে কত টাকা পেয়েছে এনসিপি?

সদ্য শুরু হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ঈদের ছুটির মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। এই সময়ে বাংলাদেশে বসবাসরত তিন হাজারের বেশি মানুষ এনসিপির অ্যাকাউন্টে অনুদান পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ঈদের সরকারি ছুটির সময়ে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশে বসবাসরত ৩২৬৫ জন নাগরিক মোট ১৩,৮১,৮১০ (তের লাখ একাশি হাজার আটশত দশ) টাকা অনুদান পাঠিয়েছেন।

বুধবার (১১ জুন) এনসিপির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ তার ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। যা সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও শেয়ার করেছেন। 

বিজ্ঞাপন

পোস্টে তিনি লেখেন, ৫ জুন থেকে বাংলাদেশে National Citizen Party-NCP-র ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ঈদের এই সরকারি বন্ধে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম যেখানে বন্ধ, সেখানে বাংলাদেশে বসবাসরত ৩ হাজার ২৬৫ নাগরিক সর্বমোট ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান পাঠিয়েছেন।

তিনি লেখেন, আমাদের ওয়েবসাইটে ৭ লাখ ৬৬ হাজার টাকা, সিটি ব্যাংকের মাধ্যমে ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে ১ লাখ ১৭ হাজার ৫৯৬.৪১ টাকা অনুদান এনসিপি পেয়েছে।

তিনি আরও লেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইবোনেরা যোগাযোগ করছেন আমাদের এই ক্রাউড ফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসার জন্য। খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনারাও আমাদের ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে পারবেন।

বিজ্ঞাপন

সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, যারা এই ব্যস্ত সময়েও আমাদের স্বচ্ছতার রাজনীতির মডেলকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের ধন্যবাদ। আশা করছি এখন থেকে আমাদের ওয়েবসাইট donate.ncpbd.org এবং অন্য মাধ্যমগুলোতে আরও বেশি সাপোর্ট আমরা পাব। দিনশেষে আপনারা সঙ্গে থাকলে এই তরুণরা কখনও পথ হারাবে না।

বিজ্ঞাপন

আরটিভি/একে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission