আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৪:১২ পিএম


আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু
ফাইল ছবি

আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিশ্বের যেকোনো পরিস্থিতিতে নির্বাচিত সরকারের পক্ষে কাজ করা সহজ হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়াসহ কোন কোন খাতে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশের সঙ্গে ফুটবলসহ ক্রীড়াখাতে সহযোগিতা করতে চায় ব্রাজিল।

বিশ্বসংকট মোকাবিলায় ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐকমত্যের কোনো বিকল্প নেই জানিয়ে এ সময় তিনি বলেন, রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি তৈরি করতে চায় বিএনপি। 

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission