মুসলিম বাজারে ক্ষতিগ্রস্তদের সুষম বণ্টনের মাধ্যমে দোকান বরাদ্দ দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর পল্লবীতে মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসরদের কোনো দোকান থাকবে না। যারা অন্যায়ভাবে দোকান দখল করেছে, তাদের দোকান বাতিল করতে হবে। প্রকৃত সদস্যদের মাঝে ন্যায্যভাবে দোকান বরাদ্দ দিতে হবে।
তিনি বলেন, গত ১৭ বছরে দেশজুড়ে যেভাবে জুলুম-নির্যাতন হয়েছে, তার ভাগীদার আপনারাও হয়েছেন। আজ আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন। কিন্তু এই অধিকার আওয়ামী সরকারে সময়ে ছিল না। বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না বরং ন্যায্যতা ও নিয়মের মধ্যে থেকেই কাজ করবে।
সভায় মুসলিম বাজার সমিতির সদস্যরা তাদের বিভিন্ন অভিযোগ ও দুর্দশার কথা তুলে ধরেন।
সভায় সমিতির সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মাস্টার।
অনু্ষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, তাঁতীদল ঢাকা মহানগর উত্তর সভাপতি শামসুন্নাহার বেগম, মহানগর সদস্য ইব্রাহিম খলিল, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক, পল্লবীর ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৯১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।
আরটিভি/আরএ