ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বিএনপির আমান, নাজিম কারাগারে

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮ , ০৮:০৮ পিএম


loading/img

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলমের জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জামিন আবেদনের শুনানি শেষে শনিবার ঢাকার মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

হাই কোর্টে পুলিশের ওপর হামলার ঘটনায় শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতে হাজির করা হলে তাদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও আবেদ রাজা। তবে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়নি।

 

বিজ্ঞাপন

জামিন আবেদনে বলা হয়, এটা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা। গ্রেপ্তার দুজন ঘটনাস্থলেই ছিলেন না, এজাহারেও তাদের নাম নেই।

তারা অসুস্থ দাবি করে আইনজীবীরা তাদের জন্য প্রথম শ্রেণির বন্দির মর্যাদা ও যথাযথ চিকিৎসার আবেদন করলে বিচারক কারবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

 

বিজ্ঞাপন

হাই কোর্টে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দুটি এবং রমনা থানায় একটি মামলা করে পুলিশ। সেখানে বিএনপির কয়েকশ নেতাকর্মীকে আসামি করা হয়। এরপর শুক্রবার রাতে মহাখালী ডিওএইচএস-এর একটি বাসা থেকে আমানউল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমকে গ্রেপ্তার করা হয়।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |