রাজধানী ঢাকাকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে ১০ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টন কলেজ মাঠে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘পরিবেশ রক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাসযোগ্য নগরায়ন গড়ে তোলা হবে প্রতিটি নাগরিকের জন্য।’
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী। এবারও মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘একটি গাছ কাটার আগে অন্তত পাঁচটি গাছ লাগাতে হবে। না হলে প্রকৃতি প্রতিশোধ নেয়, যার পরিণতি ভয়াবহ হতে পারে।’
কর্মসূচির উদ্বোধনের পর কলেজ মাঠে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন মহানগরের নেতারা। পরে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।
আরটিভি/এআর