ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ

আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৮:৫৭ এএম


loading/img
ফাইল ছবি

সংস্কার, বিচার ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে, যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। আর দুপুর ২টা থেকে শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব।

বিজ্ঞাপন

এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এর আগে, শুক্রবার (২৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য জানান।

বার্তায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচনের দাবিতে ধারাবাহিক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি সমন্বয় তৈরি হয়েছে এবং জনসমর্থনও গড়ে উঠেছে। মহাসমাবেশ হবে এ দাবির পক্ষে একটি শক্তিশালী উপস্থাপনা।

বিজ্ঞাপন

এদিকে, মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শুক্রবার (২৭ জুন) মাঠ পরিদর্শন করেন। 

বিজ্ঞাপন

সে সময় তিনি বলেন, সারাদেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এ ছাড়া লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষ সমাবেশে আসবেন বলে আশা করা হচ্ছে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা এ মহাসমাবেশ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |