ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বদরুলকে চিরতরে বহিষ্কার

আরটিভি অনলাইন রিপোর্ট|সিলেট

রোববার, ২৩ অক্টোবর ২০১৬ , ০৬:১৮ পিএম


loading/img

সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুল আলমকে চিরতরে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। জানান সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন।

বদরুল বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে অনিয়মিত ছাত্র হয়ে পড়েছিলেন। তিনি ছাত্রলীগের বিশ্ববিদ‌্যালয় শাখার সহ-সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

গেলো ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্যের একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রতিবেদন রোববার সিন্ডিকেট সভায় উত্থাপন করার পর বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

বদরুল বর্তমানে সিলেটের কারাগারে রয়েছেন। তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। তার বিরুদ্ধে মামলা চলছে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |