ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

২০১৮-তেই চালু পদ্মাসেতু

রোববার, ৩০ অক্টোবর ২০১৬ , ০২:২৬ পিএম


loading/img

যানবাহন চলাচলের জন্য ২০১৮ সালের শেষে খুলে দেয়া হবে পদ্মাসেতু। জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

রোববার সচিবালয়ে সেক্রেটারিয়েট সাংবাদিক ফোরাম আয়োজিত উন্নয়ন ও সমসাময়িক রাজনীতি সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সেতুমন্ত্রী বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে রেল ও সড়ক সেতু নির্মাণ শেষে হবে। এরপরই চলাচলের জন্য খুলে দেয়া হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই সেতু।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু এখন বিশ্বে বাংলাদেশের সম্মানের বিষয়। শেখ হাসিনা বলেই এ সেতু নির্মাণ সম্ভব হয়েছে। কাজের সার্বিক অগ্রগতি এখন ৩৯ শতাংশ। আসছে ২ থেকে ৩ মাসের মধ্যে স্প্যান বসবে। প্রথম স্প্যানটি বসার ১৫দিন পরপর বাকি স্প্যানগুলো বসবে। পদ্মাসেতুতে মোট ৪১টি স্প্যান বসবে।

বিশ্বব্যাংক পদ্মাসেতুর অর্থায়ন থেকে সরে যাওয়া বড় ভুল ছিলো। অসম্ভবকে সম্ভব করা রাজনীতিকদের একটা সাফল্যে। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি এবং সব চ্যালেঞ্জই মোকাবেলা করা সম্ভব। পদ্মাসেতু নির্মাণে যে চ্যালেঞ্জ সেটা অতিক্রমের পর সাহস অনেক বেড়ে গেছে।

 

বিজ্ঞাপন
Advertisement

এইচটি / জেএইচ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |