ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মৃতের সংখ্যা বেড়ে ১৪২

আহতদের অচল রুপি দেয়ার অভিযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ২১ নভেম্বর ২০১৬ , ১২:০০ পিএম


loading/img

ভারতের কানপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হবার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২। আহত অন্তত দু’শতাধিক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা উদ্ধারকর্মীদের। তাছাড়া লাইনচ্যূত হওয়া একটি বগিতে এখনো প্রবেশ করতে পারেনি উদ্ধারকর্মীরা।

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনায় আহতদের অনেককেই নিষিদ্ধ ৫শ’ রুপির নোট দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে আশা মিশ্র ও অনীলকে পাঁচ হাজার রুপি দিয়েছে অজ্ঞাত পরিচয় লোকজন। দু’জনকেই নিষিদ্ধ ৫শ’ রুপির নোট দিয়েছেন তারা।

এ ব্যাপারে বিজেপি নেতা আর পি সিং বলেন, আমরা জানি না এই অর্থ কে বিতরণ করেছেন। রাজনৈতিক দলের কেউ নাকি রেলওয়ের কোনো কর্মচারি। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা, আহতদের চিকিৎসা এবং দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। সেসঙ্গে দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে। 

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি গুরুতর আহতদের ৫০ হাজার ও অল্প আহতদের ২৫ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার কথাও বলেন তিনি।   মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ২ লাখ, গুরুতর আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত ৩টায় কানপুরে লাইনচ্যুত হয় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি। প্রায় ৫শ’ যাত্রী ছিল ঔ ট্রেনে।যাদের অধিকাংশই ছিলেন ঘুমন্ত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এফএস/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |