ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

জাসদের প্রতীক নৌকা

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১১ নভেম্বর ২০১৮ , ০৩:১৩ পিএম


loading/img

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। রোববার (১১ নভেম্বর) এ সংক্রান্ত চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে পাঠিয়েছে দলটি।

বিজ্ঞাপন

জাসদ সভাপতি হাসানুল হক ইনু স্বাক্ষরিত চিঠিতে সিইসির উদ্দেশ্য বলা হয়েছে, ‘আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের মতই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে।’

‘এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ এর ১ এর (এ) ধারা অনুযায়ী ১৪ দলীয় জোটের শরিক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ১৪ দলীয় জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।’

বিজ্ঞাপন

এদিকে তরিকত ফেডারেশনও নৌকা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছে। ইসি সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন দলটির মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।

আরপিও অনুযায়ী, তফসিল ঘোষণার পরবর্তী তিনদিন অর্থাৎ রোববারের (১১ নভেম্বর) জোটগত নির্বাচনের তথ্য ইসিতে দিতে হয়।

অন্যদিকে বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক স্বাক্ষরিত একটি চিঠিতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের কাছে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে ‘পরিষ্কার’ ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, জোটবদ্ধ নির্বাচন করলে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে ভবিষ্যতে প্রভাব পড়বে কি না।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই ২২ নভেম্বর, প্রত্যাহার ২৯ নভেম্বর আর ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।

আরসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |