ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএনপির গুলশান কার্যালয়ে বিক্ষোভ-ভাঙচুর-তালা

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮ , ০৮:৫০ পিএম


loading/img

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়া নেতাদের কর্মী-সমর্থকরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের মূল ফটকের বাইরে তালা ঝুলিয়ে দিয়েছেন। বিক্ষোভের এক পর্যায়ে গুলশান কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন কর্মী-সমর্থকরা। এসময় কার্যালয়ের ভেতর থেকে তাদের শান্ত হতে বার বার মাইকিং করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার পর থেকে চাঁদপুর-১ আসনের প্রার্থী আ ন ম এহসানুল হক মিলন, গোপালগঞ্জ-১ আসনের মো. সেলিমুজ্জামান সেলিম ও মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী তোজাম্মেল হক তোজার কর্মী-সমর্থকরা গুলশান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বঞ্চিত নেতাদের মনোনয়ন চেয়ে তারা স্লোগান দেন।

কার্যালয়ের বাইরে পাঁচ থেকে ছয়শ নেতাকর্মীকে জড়ো হতে দেখা যায়। তারা জানান, মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনেই অবস্থান করবেন। তাদের অনেককে রাস্তার ওপর শুয়ে এবং বসে অবস্থান নিতে দেখা যায়।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং তার স্ত্রী নাজমুন নাহার বেবীকে মনোনয়ন না দেওয়ায় তাদের অনুসারীরা নয়াপল্টনে তালা ঝুলিয়ে দেন।

বেলা ১২টার পর এহসানুল হক মিলনের সমর্থকরা নয়াপল্টন কার্যালয়ে এসে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং সেখানে বিক্ষোভ শুরু করেন। এদের নেতৃত্ব দেন চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল আবেদীন স্বপন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |