নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোরশেদ আলম এমপি বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে সেনবাগে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
আজ রোববার বিকেলে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তার আগে সকালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটলে, তা আওয়ামী লীগের উপর দোষ চাপানো হয়। তারই প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোরশেদ আলম এমপি।
সংবাদ সম্মেলনে মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ বা আমাদের কর্মী-সমর্থকরা বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা চালায়নি। বরং সেখানে বিএনপি-জামায়াতের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। তারাই এ ধরনের ঘটনা ঘটিয়ে এখন আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে।
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির কর্মী-সমর্থকরা গতকাল আমাদের নৌকা প্রতীকের প্রচার মাইক ও গাড়ি ভাংচুর করেছে। বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।
জেএম/পি