ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

গোলাম মাওলা রনির ফোনালাপ ফাঁস, থানা ঘেরাওয়ের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ , ১০:৫২ এএম


loading/img

স্ত্রী ও পরিবারের ওপার হামলা হওয়ায় পটুয়াখালীর গলাচিপা থানা ঘেরাওয়ের নির্দেশ দেন পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ গোলাম মাওলা রনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে রনির একটি অডিও ফোনালাপ ভাইরাল হয়েছে।

এ অডিওতে গোলাম মাওলা রনিকে বলতে শোনা যাচ্ছে, তিনি একজনকে নিদের্শ দিচ্ছেন থানা ঘেরাও করার জন্য। এসুযোগকে কাজে লাগিয়ে নেতাকর্মীদের দিয়ে থানা ঘেরাও করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গাড়িটি থানায় নিয়ে মামলা নেয়ার জন্য চাপ দিতে হবে, থানায় গিয়ে এই সুযোগে (প্রতিপক্ষের) প্রার্থীসহ সবার নামে মামলা দিয়ে দাও। তোমার ভাবীকে (রনির স্ত্রী) বাদি কর।

রনি ফোনে আরও বলে, তোমরা মামলা কর আমি উপর থেকে প্রেসার ক্রিয়েট (চাপ সৃষ্টি) করছি। মামলা না নেয়া পর্যন্ত থানা থেকে তোমরা নামবে না।  

এটা কিন্তু আমাদের সুযোগ এবং সব জায়গায় ফোন দিয়ে হাজার হাজার মানুষ নিয়ে থানা ঘেরাও করো। এটা আমাদের সুযোগ। ঠিক আছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর (শনিবার) রনির স্ত্রী কামরুন্নাহার রুনু নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে তার মাইক্রোবাসে ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন।

আরও পড়ুন :

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |