ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভিডিও বার্তায় রনি বললেন, এরেস্ট হবার জন্য বসে আছি

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮ , ০৩:৪৮ পিএম


loading/img

ফোনালাপ ফাঁসের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর ভিডিও বার্তা প্রকাশ করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনি।

বিজ্ঞাপন

গেলো বৃহস্পতিবার রাতে গলাচিপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। এ ঘটনার পর গতকাল শুক্রবার দুপুর ১.৪৯ মিনিটে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন রনি।
 
ভিডিও বার্তায় গোলাম মাওলা রনি বলেন, প্রিয় গলাচিপা ও দশমিনাবাসী আপনারা সবাই অবগত আছেন আমার বিরুদ্ধে গলাচিপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি বেআইনি, উচ্চ আদালতে এই মামলা টিকবে না এবং এতে আপনাদের এবং আমাদের কিছুই হবে না। 

তিনি বলেন, শুধু মাত্র হয়রানি ছাড়া কিছুই না। আমি ব্যক্তিগত ভাবে এই হয়রানিকে পাত্তা দিচ্ছি না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাও এ মামলাকে পাত্তা দিচ্ছে না। আমাদের ভয় দেখানোর জন্য তাদের যে অপচেষ্টা তা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করলাম। তারা যদি আমাকে অ্যারেস্ট করতে চায় করবে, আমি অ্যারেস্ট হওয়ার জন্য বসে আছি।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার রাতে রনি গ্রেফতার হতে পারে এমন একটি গুজব এলাকায় ছড়িয়ে পড়ে। তবে শনিবার সকালে উলানিয়ার বাসভবন থেকে ‘শুভ সকাল’ জানিয়ে রনি তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন।
 
পটুয়াখালী-৩ (গলাচিপা দশমিনা) আসনে গোলাম মাওলা রনির প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগ থেকে এস এম শাহজাদা সাজু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সাজু প্রধান নির্বাচন কমিশনার একেএম নূরুল হুদার ভাগনে।

আরও পড়ুন :

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |