ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সোনাইমুড়িতে ভোট কেন্দ্রে হামলা, প্রিজাইডিং অফিসারসহ আহত ৭

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮ , ১১:৪৯ পিএম


loading/img

নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ি উপজেলার ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নের মধ্যনাটেশ্বর ইসলামিয়া এবতেদায়ি নুরানি মাদরাসা কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার, সোনাইমুড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান ও নির্বাচনী কর্মকর্তা শেখ ফরিদসহ সাতজন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাত ১১টায় বিএনপি-জামায়াত কর্মীরা হামলায় চালিয়ে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম লুট করে। 

ওসি আরও বলেন, হামলার পর ব্যালট পেপার, ব্যালট বক্স সব নিয়ে গেছে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসারসহ সাতজনকে ব্যাপক মারধর করে আহত করা হয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আহত প্রিজাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে প্রিজাডিং অফিসারকে ঢাকায় পাঠানো হয়। বাকি আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |