ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রনিকে বিপুল ভোটে হারালেন সিইসির ভাগ্নে

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮ , ০৬:৫৯ এএম


loading/img
ছবি-সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে বিপুল ভোটে হারালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এস এম শাহাজাদা।

বিজ্ঞাপন

রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুসারে, এই আসনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণকারী আওয়ামী লীগের প্রার্থী এস এম শাহাজাদা দুই লাখ ১৫ হাজার ৫৭৯ ভোট পেয়েছেন।

অন্যদিকে, রনি ছয় হাজার ১৭৬টি ভোট পেয়েছেন। তার চেয়ে বেশি ভোট পেয়েছেন হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কামাল খান। তিনি পেয়েছেন ছয় হাজার ৮০৪ ভোট।

বিজ্ঞাপন

এর আগে ২০০৮ সালের সংসদ নির্বাচনে এই আসনে এক লাখ ২০ হাজার ১০ ভোট পেয়ে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন রনি। এই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহজাহান খান ৬১ হাজার ৪২৩ ভোট পেয়েছিলেন।

এরপর ২০১৪ সালের নির্বাচনে রনিকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এবার দলটির মনোনয়ন না পেয়ে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি।

কে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |