• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ইমরান এইচ সরকারের জামানত বাজেয়াপ্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

  ৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:৫০

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা) থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মোট ২ হাজার ৭৭৫ ভোট পেয়েছেন। যা মোট ভোটের এক অষ্টমাংশের কম।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ১২০ জন। মোট ১৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট বৈধ ভোট সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৩৯৯। এ আসনে জামানত ফেরতের জন্য অন্তত ২৯ হাজার ৫০০ ভোট পাওয়া প্রয়োজন।

কুড়িগ্রাম-৪ আসনের মোট বৈধ ভোটের তথ্য বিশ্লেষন করে দেখা যায়, এ আসনে মোটরগাড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া ডা. ইমরান এইচ সরকার ও লাঙ্গল প্রতীকে অংশ নেওয়া জাতীয় পার্টির প্রার্থী মেজর (অব.) আশরাফ উদ দৌলা তাজসহ ( মোট প্রাপ্ত ভোট ৩৩৩) মোট ১৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

এ আসনে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ প্রার্থী মো.জাকির হোসেন ১ লাখ ৬২ হাজার ৬৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯৬০ ভোট।

নির্বাচনের পর এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি ইমরান।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়